Friday 18 August 2017

গদাধর সাহার শপিং মল


জকাল গদাধরের  ঘুম ভালো হয় না । আবছা আবছা , ছেঁড়া ছেঁড়া , হালকা মেঘের মত । ছায়ার মত , বাতাসের মত । খালি আসছে আর যাচ্ছে । আসছে আর যাচ্ছে ।  ঘুম আর ফাতনা গিলছে না । তাকে ধরি ধরি মনে করি ,ধরতে গিয়ে আর পারি না । আর ঠিক তখখুনি গদাধরের  কোঠা বাড়ির সমুখের রাস্তা দিয়ে  হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । সংকীর্তন চলছে ,আবেগে মতোয়ারা  । খোল  বাজছে , ভোরের আলো প্রায়  ফুটি ফুটি । সাদা টগর লাল জবা সবে চোখ খুলছে । গদাধর  তড়িঘড়ি উঠে খড়খড়ি ফাঁক করে দেখে রূপ সাগরে মনের মানুষ কাঁচা  সোনা , তার বাড়ির সমুখ দিয়ে চলে গেল । ফরসা খোলা পিঠ ,লম্বা দুটি হাত আর কিছু দেখতে পেল না  । আপনা থেকেই হাত দুটো  প্রণামের মতো জড়ো হয়ে গেল গদাধরের । আর ঘুমনোর বালাই  নেই । সটান উঠে দিঘির ধারে দাঁড়িয়ে  গদা নিমের ডাল ভেঙে দাঁতন করতে লাগল । জলপিপি পানকৌড়ি ডুব মারছে ।ডানা ঝটপটিয়ে সাদা কালো হাঁসের দল জলে নেমে গেল । দিঘির পারের সব ঝুপসি গাছগুলোয় নিমাই পন্ডিতের কাঁচা সোনার আলো এসে পড়েছে । তারও ওপারে যেখানে ভোরের আকাশ আলতো ভাবে ফুটে উঠছে গদার মনে তখন কে যেন বাঁশি বাজাচ্ছে ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি ...মোর ডানা নাই  । নাহ , গদার চোয়াল দুটো শক্ত হোল । তার দুটো অদৃশ্য ডানা আলবাত আছে । শ্যাম লাহিড়ী বনগ্রামের কী যেন হয় গঙ্গারামের মতই বাঙালির ছেলে বিজয় সিংহ , হেলায় লঙ্কা করিয়া জয় , তাদের কি যেন কি একটা হত বলে সে বাপ পিতেমোর মুখে বহুবার শুনেছে ।
বউ টা মারা যাওয়া  ইস্তক ঘরেও তার মন টেকে না । গদাধরদের বানিজ্যে বসত লক্ষ্মী এই শান্তিপুর নবদ্বীপের যত শাড়ি আর নানান তেজারতি ব্যাবসা সেই কোন জন্ম থেকে তারা করে আসছে । বাঙলার ব্যাবসা পত্তর মন্দ না । পায়ের উপর পা তুলে ফেলে ছড়িয়ে খাবার রসদ তার আছে । কিন্তু ওই যে গদার বদ রোগ , এক জায়গায় তার মন  বসে না । এ গ্রাম সে গ্রাম করে নদে শান্তিপুর সে চষে ফেলেছে । ঢাকা ফরিদপুরে  মসলিনের কারবার করতেও গেছে । কিন্তু  এই উড়ো স্বভাবটার জন্য তার তো বিশেষ কিছু করার নেই । সে মেষ রাশি মেষ লগ্ন । চরে বেড়ানোর জন্যই তার জন্ম । গদার যদিও জানার কথা নয় কারণ তার সময়ের আরো তিনশ  বছর পর অমনি এক মেষ রাশি মেষ লগ্ন এক চৌহদ্দির মধ্যে পাঁচ পাঁচ খানা বাড়ি বানিয়ে ফেলেছিলেন , ওই এক কারণ, এক জায়গায় মন বসে না । আবার তিনিই লিখেছিলেন মায়েরা সন্তানদের বাঙালি করে রেখেছে । আস্ত মানুষ বানায় নি । তারা  সক্কলে বোতাম আঁটা জামার নিচে শান্তিতে শয়ান । ইহার চেয়ে হতাম যদি আরব বেদুইন । না,  গদা আরব বেদুইন হতে চায় নি বটে তবে আরবের ব্যাবসাদারদের সঙ্গে তার বিলক্ষণ  মোলাকাত হয়েছে  । তাদেরই একটা দলের সঙ্গে তার বেশ লাগে কথা কইতে । একটু অসুবিধে হয় , তবে  আকারে ইঙ্গিতে ভালোই কাজ চালানো যায় । হুশেন শাহি জমানায়  বাঙলায়  মোটের ওপর খুব কিছু অশান্তি নেই । সেই আরবি ভিনদেশিরাই  একটা প্রস্তাব দিয়েছে । দেশের লোক সঙ্গে থাকলে ভিনদেশিদের সুবিধে হয় । গদার মাথায় সেইটাই ঘুরপাক খাচ্ছে আজ প্রায় হপ্তা খানেক হবে ।
গদাধর মুখ ধুয়ে রাধা মাধবকে পেন্নাম ঠুকে উঠোনে  এসে বসে । রাধামাধবের প্রসাদ ,তার সঙ্গে ফেনা ওঠা দুধ , চিঁড়ে , কলা আর বাতাসা । গদাধরের মা আবার তার বিয়ে দেবেন বলে তোড়জোড় শুরু করেছেন । তিনি কি সব  বলে যাচ্ছেন গদার কানে তা এক বর্ণ ও ঢুকছে না । শুধু আমির  উল্লাহের  কথা তার কানে মাথায় বিজবিজ করছে
উঠোনে মালতী লতার ঝাড়ে ভোমরার বোঁ বোঁ  । বেলা বাড়ছে । সবাই যে যার কাজে লেগেছে । আড়তের লোকেরা বার দালানে জড়ো হচ্ছে । গদা বসেই আছে । যেন কোন হুঁশ নেই ।  শুধু একটা কুবো পাখি ডেকে যাচ্ছে কুব কুব কুব কুব ।আর গদার মাথার ভেতরে কে যেন বলছে ঘর থেকে  ছুট ছুট ছুট



পরের দিন আবার খোল বাজল , কীর্তন হল , নিমাই পন্ডিত পথ আলো করে  হেঁটে চলে গেলেন । কিন্তু গদাধর তার কিছুই শুনতে পেল  না , দেখতে পেল না ততক্ষণে রসদপত্র নিয়ে  আরবি বনিকদের সঙ্গে সে ধরেছে পশ্চিমের পথসার সার গোরুর গাড়ি । টুং টাং গলার ঘন্টা , গাড়ির নিচে লন্ঠন নিভুনিভু ।  তন্দুরের রুটি আর ঝলসানো ভেড়ার মাংস । তার এতোদিনের  নিদ্রাহারা রাত আজ ঘুমে ঢলে পড়েছে । অথচ মনের মধ্যে উত্তেজনার তোলপাড় । ওদিকে গদার মা শুয়ে শুয়ে ভাবছেন পান সুপুরি পাঠিয়ে  ছেলের বিয়ের পাকা কথা সেরেই  ফেলবেন রাত পোহালেই ।
গদাধরের জন্মগত বংশগত ব্যাবসাবুদ্ধি , সেয়ানা বুদ্ধি , অজানাকে জানার অদম্য কৌতূহল ,  ক্ষমতা আর অর্থ স্পৃহা কে বাঙলার ধান মাছ নারকেল  ঠান্ডা হাওয়া আর কীর্তন সুখী করতে পারেনি । কিছু লোক জন্মায় চির বুভুক্ষু । গদাধর সেই অদ্ভুত দলের । সুখে থাকতে ভূতে কিলোয় !




উজ্জয়িনী ইন্দোর পেরিয়ে বছর দশেক  পর গদাধর হাজির হল এক  অদ্ভুত সুন্দর জায়গায় । এরমধ্যে  মাড়বার , কচ্ছ , সিন্ধ ও আরবি ব্যাবসায়ীদের সঙ্গে মেলামেশায় তার কূপ মন্ডুকের  সীমানা অনেক অনেক বেড়েছে । বংশগত বুদ্ধি  হয়েছে  ছুরির ফলার মত ধারালো , কথাবার্তা হয়েছে তুখোড় , হাতে এসেছে বিস্তর অর্থ , চেহারায় তেল চেকনাই চলে গিয়ে এসেছে  একটা কেঠো আকর্ষণ রাজপুতদের সঙ্গে মিশে মিশে অনেকটা তাদের মত হাবভাব রপ্ত করেছে । অবিশ্যি এটা বঙ্গজদের জাতগুণ । নকল করতে তারা ওস্তাদ । গদাধর নাম টা এখন তার কানে বিচ্ছিরি শোনায় । তাই গদা নিজেকে পরিচয় দেয় মেদিনী রায় বলে । মেদিনী রায় রাজপুত ।  
এক ভরা বর্ষায় এক সবুজ মলমলে চাদরে ঢাকা সুন্দর জায়গায় গদা সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির । এখানে সে ব্যাবসা করবেগত দশ  বছরে অনেক নতুন নতুন পণ্যের সঙ্গে তার পরিচয় হয়েছে । সে আগে কখনো এসব দেখেনি । সরু সরু উজ্জ্বল হলুদ  সোনালি রঙের সুতোর মত , দারুণ সুবাস , নাম জাফরান । পাহাড়ে বরফের দেশ থেকে আসে , আসে মৃগ নাভি কস্তুরি । তার সুরভি নেশা ধরিয়ে দেয় । বড় দুর্লভ । চড়া দাম নবাব বাদশাদের এগুলো না হলে চলে না ।  আরো একটা নতুন জিনিশের কারবার সে দেখেছে , হাতির দাঁত । এখানকার কারিগররা সেই দাঁত দিয়ে কী যে সব সূক্ষ্ম কারুকাজ করে, না দেখলে গদা বিশ্বাসই করত না । এ জায়গাটায় কোন সমুদ্র নেই , বন্দর নেই । কিন্তু বানিজ্যের স্বর্ণ সুযোগ । কারণ আরব দেশ থেকে আফ্রিকা থেকে লোকজন আনাগোনা করে অথচ পণ্য সরবরাহের তেমন প্রতিযোগিতা নেই । অনেক কৌশলে গদা এইসব খোঁজ খবর জোগাড় করেছে অনেকদিন ধরে  । বিস্তর  আট ঘাট বেঁধে গদা তাই  মালব দেশের এই নিবিড় সবুজ প্রান্তে এসে নোঙর বাঁধল  । পালকি করে পাকদন্ডী বেয়ে ভেজা সবুজের গন্ধ  মেখে মেখে গদা মান্ডু চলেছে । বিস্তীর্ণ সবুজের মাঝে মাঝে সুরম্য প্রাসাদ । ভুট্টার খেত । বড় বড় ফটক । কড়া নজরদারি । এত সবুজ গত দশ বছরে গদা দেখেনি । হঠাত গলার কাছে  দলা পাকিয়ে গেল । সেই দশ বছর আগে এমনই ভরন্ত সবুজ এক দেশ ছেড়ে সে চলে এসেছিল ।   দুনিয়া দেখবে বলে ।  
এমনই ঠান্ডা বাতাস বইছিল সেদিন  । প্রাণ জুরোনো , মায়ের মতো । অনেক দিন পরে গদার চোখে জল এলো । পালকি থামিয়ে গদা  খাড়াই পথ বেয়ে হাঁটতে থাকল । বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে তার কোঁকড়ানো সামান্য লম্বা চুল , তার রেশমি পোশাক , দামি নাগরা । সেই মহার্ঘ পোশাক ছাড়াও  শ্রাবণ তখন গদাধরের হৃদয়ের একূল ওকূল ভিজিয়ে আকুল । চোখের জল ,  বৃষ্টির ধারাজলে কখন মিশে গেছে । গদার কান্না কেউ দেখতেই পেল না ।

কিন্তু গদা সফল হয়েছিল । খুব সফল । পাইকারি হারে ব্যবসার আড়ত খুলেছিল মান্ডুতে । বিশাল কারবার সরাইখানা । দুটো বড় বড় বাওলি , অন্ধেরা আর উজালা । এতো বড় ব্যাবসা , কত মাল এসে জমা হত । ছোট ছোট ব্যাপারীরা কিনে নিয়ে যেত । সার সার দোকান । খোদ রাজপ্রাসাদে হারেমে তার গুদাম থেকে রাশি রাশি জিনিশ  পাঠানো হত । পাইকারি আড়ত না বলে আধুনিক শপিং মল বললেই যেন ঠিক হয়কে না জানে বাঙালিরা বাঙলার বাইরে বেশি সফল । দেশের জন্য নাড়ির টানে কিনা জানিনা , গদা , মেদিনী রায় নামটা আর লেখেনি ।
ফটক



গদার দোকান







তা প্রায় সাড়ে চারশো বছর পরে আমাদের গাড়ি এক ভরা শ্রাবনের দুপুরে  পাহাড়ি পথ ঘুরে ঘুরে উঠছিল । আমরাও ফটক পেরিয়ে গেলাম একটা একটা । আমাদেরও চোখে পড়ল সবুজের ঢেউয়ের মাঝে মাঝে মাথা উঁচিয়ে থাকা  প্রাসাদের মসজিদের  ভাঙা শরীর , শ্যাওলা জমা ,  বিষণ্ণ । বর্ষার সঙ্গে রেণু রেণু ধোঁয়া , জলের বাষ্প । আর কি আশ্চর্য ! চারটি ফটক পেরিয়ে  শহরে ঢোকার ঠিক আগে  গদার শপিং মলের বিশাল চেহারা আমাদের থামিয়ে দিল । আড়ালে থেকে গদাই থামিয়ে দিল বোধহয় ।  কোনো প্রাসাদ নয় ,অট্টালিকা  নয়  মন্দির মসজিদ , বিলাস ঘর বা  প্যাভিলিয়ন নয় , কেল্লা নয় , এক বিপুলায়তন দোকানঘর । গদার দোকান ।







সেই নিস্তব্ধ শুনশান বর্ষার দুপুরে হঠাত দাঁড়িয়ে পড়লাম সেই পাথুরে  বাড়ির সামনে । কোন টিকিট লাগবে না । কেউ পাহারাও দিচ্ছে না । শুধু এ এস আই এর একটা ফলক । আমরা ভেতরে ঢুকি আর আর আমাদের বিস্মিত করে রাখে এর বিশাল আয়তন । অনেক কুঠরি । বোধহয়  পণ্য দ্রব্যের আড়ত । সারি সারি দোকান । মারোয়ারি গদি ধরনের । দেওয়ালের দু ধারে জিনিশ পত্র রাখার তাক বা র‍্যাক । ছড়ানো চাতাল । একটু দূরেই দুটো  বাওলি । জলের দরকার হত অবশ্যই । সেখানেই সার বাঁধা কয়েকটা ঘর । মনে হল গেস্ট হাউস । সবুজ ঘাসে ঘাসে আর শ্যাওলায় চাপা পড়ে আছে অজস্র বনিকের হট্টগোল , দরদাম , দর কষাকষি ।আরবি বাজার বা সুক (souk) ছিল এই জায়গাটা  বিস্তর মালপত্র জমা হল আড়তে   সৈয়দ মুজতবা আলীকে  কে একেবারে বসিয়ে দেওয়া যায়মজার  ই শরিফ থেকে কার্পেট এসেছে , বদকশান থেকে লাল রুবি, মেশেদ থেকে তসবি, আজারবাইজান থেকে …”
না ভাই এবারের মুক্তো গুলো তেমন ভালো ঠেকছে না ।
কি হল ? শান্তিপুরের দুকুল ঢাকার মসলিন ,আমার সাত গাঁঠরি লাগবে যে !
জাফরানের দাম কিন্তু এবারে বেশি পড়বে  । পারস্য থেকে এসেছে ভায়া , মুখের দিকে চেয়ে থাকলে কি হবে ? 
হাতির দাঁত অমন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছ যে ! এখানে বাজে জিনিশ রাখি না বুঝলে । আজ সকালেই সুলতানের খাস কারিগর চোখ বন্ধ করে কিনে নিয়ে গেছে ।
একবস্তা আখরোট ফাউ নেব কিন্তু!

কস্তুরি ,বিশেষ যত্ন করে রাখা থাকে । কাপড়ে ঢেকে । গুপ্তধনের মতো । ওদিকে সরাই খানায় রান্নার বন্দোবস্ত । জোব্বা জাব্বা খুলে বিশ্রাম নিচ্ছে পথ ক্লান্ত বনিকের দল । এদের মধ্যে কেষ্ট বিষ্টু গোছের কেউ কেউ যাবে সুলতানের সঙ্গে দেখা করতে , ভেট নিয়ে । গদা তাদের সাহায্য করে খুবই । আফ্রিকা থেকে এক ধরনের গাছ আনিয়েছেন সুলতান । মান্ডুর এই ঠাসা জঙ্গুলে আবহাওয়ায় সে গাছ দিব্যি বেঁচে গেল । আজ মান্ডুতে গেলেই চোখে পড়বে আফ্রিকার বাওবাব । সাতশো বছর বাঁচে । একেক টা গাছ বহু ইতিহাসের সাক্ষী , নেহাত কথা কইতে পারে না । প্রকান্ড  প্রকান্ড গুঁড়ি । ফল হয় ইয়া বড় বড় । নারকেলের মতো শক্ত খোলা । খোলা ফাটালে শুকনো রাম টক বিচিওয়ালা ফল । মান্ডুকি ইমলি । স্থানীয়  লোকেরা  তাই বলে । জামি মসজিদের সামনে রূপমতীর প্যাভিলিয়নে রাস্তার ধারে  সব জায়গায় যত্র তত্র এই ইমলি বিক্রি হচ্ছে ।
লে কে যাও লে কে যাও , মান্ডু কি ইমলি , মশহুর । সুলতান আফ্রিকা থেকে আনিয়েছিলেন , এটা পঞ্চাশ , ওটা চল্লিশ । দশ বছরেও কিচ্ছু হবে না । হাত  নাড়িয়ে পার্বতী দেবী এর গুণ আর ইতিহাস গড়্গড়িয়ে বলে গেল । আমাদের দেশে আপনারা এসেছেন। থ্যাংক ইউ । চলে আসার সময় দেখলাম পুরো গোন্দ স্টাইলে পায়ে রুপোর নক্সা করা মল আর ঝুমঝুমি লাগানো  বিছুয়া পরে আছেন সব কটা আঙ্গুলে ।

ইমলি 


বাওবাব গাছ


মান্ডুর সিগনেচার আইটেম কি কি?

রূপমতী বাজবাহাদুরের প্রেম ও সঙ্গীত গাথা ।  রূপমতী প্যাভিলিয়ন বানানো হয়েছিল শুধুমাত্র এই সুন্দরী গায়িকার নর্মদা দর্শনের জন্য । তার একেবারে ওপরের তলা থেকে গহিন জংগলের বুনোটে বাজবাহাদুরের প্রাসাদ দেখা যায় । আর এই ওপরের তলা থেকেই কাঙালের মতো  কুড়িয়ে নিতে হয় বর্ষা স্নাত মান্ডুর গভীর শ্যামলিমা , বিন্দু বিন্দু বাষ্প বয়ে নিয়ে আসে রূপমতীর সৌরভ আর সঙ্গীত ।  অদৃশ্য তরঙ্গ বয়ে নিয়ে আসে প্রেম সঙ্গীত সৌন্দর্যের অতুলনীয় বন্ধন । “পথ হতে আমি  গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা / সকরুণ নিবেদনের গন্ধ ঢালা “।

সেই সোঁদালো সন্ধেয় যখন নেমে আসছি , সঙ্গের একজন বললেন, এই মেয়েটা আপনার সঙ্গে কথা বলবে । একটা হাসি হাসি মুখ । সরল কিশোরী ।  একটু অবাক হলাম বটে ! কেনই বা কথা বলবে ? কি নাম রে তোর ? বৈশ্নো । আমি বল্লুম দূর পাগলি , তুই তো রূপমতী । মেয়েটা খিলখিলিয়ে হাসে ।
রূপমতী দেখা দিয়ে গেল ! সেও তো গাঁয়ের মেয়েই ছিল ।

রূপমতীর প্যাভিলিয়ন

বাজবাহাদুরের বাড়ি

অজস্র বাওবাব গাছ আর মান্ডু কি ইমলি ।  হোসংগ শাহ সমাধি বা মিনি তাজমহল ,  দুটো কৃত্রিম জলাশয়ের মাঝখানে বানানো জাহাজ মহল  যাকে বর্ষার ডুবন্ত  জলে  ভেসে থাকা জাহাজের মতো দেখাতো , হিন্দোলা মহল যার তেরছা দেওয়ালে ঝুলা বেঁধে তিজ উৎসব পালন  করতেন বেগম শাহজাদির দল আর বীনকার বাজাতেন রাগ হিন্দোল । আশরাফি মহল যেখানে নুরজাহান একেকটা সিঁড়িতে তার পদ্ম কমল বিছিয়ে দিতেন আর জাহাঙ্গির একটা করে আশরাফি রাখতেন । পরে ওই সোনার মুদ্রা বিলিয়ে দেওয়া হত গরিবদের মধ্যে । মোঘল শাসন কায়েম হবার পর মান্ডু তে জাহাঙ্গির সময় কাটাতে ভালোবাসতেন ।


জাহাজ মহল





থিয়েটার হল



এ ছাড়া আরো দুটো কথা খুব জরুরি । মান্ডুর বিভিন্ন প্রাসাদে শব্দ কৌশল বা acoustics এর ব্যাবহার । মনে হতে পারে এ এমন কি কথা ? যে কোন কেল্লা বা প্রাসাদে গেলে অমনি গাইড বলবে ওইখানে গিয়ে ফস করে একটা দেশলাই জ্বালছি  আপনি এইখানে  দাঁড়িয়ে পরিষ্কার শুনতে পাবেন । না, ঠিক এমন টা নয় । জাহাজ মহলে আছে গ্রিনরুম সমেত পুরোদস্তুর স্টেজ পারফরমেন্সের ব্যাবস্থা , অদ্ভুত ভাল শব্দব্যাবস্থা । গমগম করে উঠছে ।

বাজবাহাদুরের প্রাসাদে একেবারে ওপরের তলা থেকে নিচের ছোটখাটো বসতি দেখা যায় । ওই খানে দাঁড়িয়ে উনি  দর্শন দিতেন আর কথা কইতেন সাধারণ  মানুষের সঙ্গে । দর্শন দিতেন , না হয় মানা গেল । কথা কইতেন কি করে? সামনেই পাহাড়ি ঢালে জঙ্গলের মধ্যে ছুটকো ঘর বাড়ি । কিছু ইন্টিবিন্টি খেলে বেড়াচ্ছে । তাদের দেখাচ্ছে লিলিপুটের থেকেও ছোট । আমাদের গাইড মোহম্মদ কুরেশি হাল ছাড়বেন না ।
তিনি একেবারেই না চেঁচিয়ে খুবই  স্বাভাবিক ডেলিমালে  বাচ্চাগুলোকে ডেকে, হ্যাঁ রে  ইস্কুল যাস নি ? তোরা ক’ভাই বোন রে ? এইসব হালাং তালাং বকতে লাগলেন । আর ওই নিচ থেকে পরিষ্কার সব শোনা যেতে লাগল ।

“ আসিছে সে ধারাজলে সুর লাগায়ে ,নীপবনে পুলক জাগায়ে “।বাজবাহাদুরের ছিমছাম প্রাসাদে একটা সুন্দর ভাইব্রেশন ছিল ।  খুব ইচ্ছে করছিল আরো কিছু সময় থাকি । যেন মাথার জট খুলে যাচ্ছে , মনটা শান্ত । কেউ যেন ভালবাসছে অন্তরাল থেকে । যেন আপনা থেকেই পা দুটো আটকে থাকছে , সরছে না ।  ভালো লোক ছিলেন তো । প্রেমিক , গায়ক । সুর তাল ভালোবাসার তরঙ্গ  আজো রয়ে গেছে বাতাসে ।


্বাজবাহাদুর প্রাসাদ

মান্ডুর আরেকটা আকর্ষণ হল , জল বন্টন ব্যাবস্থা । বছরের সব সময় এমন ধারা জল সিক্ত থাকে না সে । গরমে সব রুখা শুখা । শুকনো খাঁ খাঁ । তাই প্রতিটি জায়গায় বর্ষার জল ধরে কিভাবে তাকে ব্যাবহার করা যায় , তয়খানা কেমন ঠান্ডা রাখা যায় তার নজির ধরে রাখা আছে । কিছু শুনলাম। কিছু ভুলে গেলাম । ঘোরতর ইঞ্জিনিয়ারিং । প্রাসাদের মধ্যে সুইমিং পুল । বড় বড় তালাও । তালাও মধ্যে বসে ঢালাও আমোদের আয়োজন প্রচুর জলঘোলা হল


হিন্দোলা মহল

পরের দিন ফিরে আসছি , কেন জানি না গদার দোকানের সামনে আবার থামলাম । আসলে ওর গড়নটাই খুব বলিষ্ঠ ,  সহজে এড়িয়ে যাওয়া যায় না ।
আমাদের মুখ ভরতি মান্ডুর ভুট্টার দানা ।  আমাদের রূপমতী বাজবাহাদুর , গদাধর সবার সঙ্গেই দেখা হয়েছে , নানান মাধ্যমে, নানান ভাবে  । একটা একটা করে চারটে ফটক পেরিয়ে নিচে নেমে যাচ্ছি , বারিশ কা বুন্দ আর হরিয়ালি মেখে মেখে নিয়ে । ড্রাইভার রাজেশ এসি বন্ধ করে জানলা খুলে দিয়েছে । হাওয়া লুটোপুটি খাচ্ছে । আর পেন ড্রাইভে বাজছে

কতরা কতরা মিলতি হ্যাঁয়
কতরা কতরা জিনে দো
জিন্দগি হ্যাঁয় , বেহনে দো
পিয়াসি হুঁ ম্যায় , পিয়াসি রহনে দো
রহনে দো না………
হলকে হলকে কোহরে কে  ধুঁয়ে মে
শায়দ আসমান তক আ গয়ি হুঁ……




গুলজারের কবিতা 

ছবি লেখক