Friday 29 August 2014

ইকো ফ্রেন্ডলি

 
“সকালবেলা একা একা আবার হাঁটতে যাবেন না যেন ।“
“কেন, গেলে কী হবে? “ খুব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করি ।  আমার তো যাবার খুবই ইচ্ছে । হবে নাই বা কেন? যে দিকে দু চোখ যায় সবুজ গাছের সারি আর চকচকে রাস্তা । দেখলেই মন ভাল হয়ে যায় ।
“কিছুদূর গিয়েই হয়ত দেখলেন চুপিচুপি পেছনে একটা চিতাবাঘ আসছে । তখন ? এখানে যে কতো দুর্ঘটনা ঘটেছে ,তাই বলছিলাম সাবধানের মার নেই”।
আমাকে এই কথা গুলো বুঝিয়ে সে রাতের মতো কেয়ারটেকারটি বিদায় নিল ।
না এটা কোন বনবাংলো নয় । এসেছি চান্দায় (মহারাষ্ট্রের চন্দ্রপুর) গোলাবারুদ ফ্যাক্টরি তে নিতান্তই অফিসের কাজে । ফ্যাক্টরিগুলো শহরের বাইরেই বেশি হয় । বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা ঘেরা অনেক অনেক জায়গা  । তার যে এমন মারাত্মক গল্প আছে কে জানতো ।
পরের দিন প্রায় সারা রাত ধরে ক্যানেস্তারা পেটানোর শব্দ শুনলাম , চিতা বাঘ তাড়ানো হচ্ছে । ইঁদুর ধরার  খাঁচা বাড়িতে যেমন রাখা হয় তেমনি চিতা ধরবার জন্য বড়বড় খাঁচা বসান হয় এখানে ।
চান্দায় এসেছি অথচ তাড়োবার জঙ্গল দেখতে যাব না ? এখানকার সেই  চার বাচ্চেওয়ালি বাঘিনী তখন রীতিমত বিখ্যাত ।
“তাড়োবায়  আর গিয়ে কী করবেন ? এখানেই বসে থাকুন , ওখানে যা যা দেখতে পেতেন ,দেখবেন সবই  একে একে আপনার সামনে হাজির হচ্ছে । “ কর্মকর্তাদের একজন কেউ আমাকে বললেন । আসলে তাড়োবার জঙ্গল ঘিরে আছে চান্দা ফ্যাক্টরিকে । “জঙ্গল তো পাতলা হয়েই আসছে । তাই এখানেই আমরা  অনেক  কিছু দেখতে পাই “।   অর্থাৎ চান্দার গেস্ট হাউস কোন ফরেস্ট বাংলোর চেয়ে কম কিছু নয় ।
সেদিক থেকে আমাদের সল্টলেকের সরকারি বাড়িটা ছিল খুবই ইকো ফ্রেন্ডলি । মাঝে মাঝে শীতের রাতে জমকালো হুক্কাহুয়া হুয়া হুয়া  ডাকে মনে হত যেন শীতটা আরো জাঁকিয়ে পড়ল । বাগানে একটা ঢোঁড়া সাপ নিয়ম করে বেড়াতে আসত । তবে খুব বেশি নয় কারণ চারদিকে বেজিরা টহল দিত ।  আর ছিল প্রচুর পাখি । ফিঙে , দোয়েল , মৌটুসি আরো অনেক আমি তাদের নামও জানিনা ।  একটু হলুদ ডানার ঝলক একটু বাহারি ঝুঁটির দেমাক দেখিয়ে উড়ে পালিয়ে  যেত ।  বাগানে রাজত্ব ছিল কাঠবেড়ালিদের । আমরা মুড়ি বাদাম ছড়াতাম , পাখিদের খাবার দিতাম । নীল ডানা ছড়িয়ে কিংফিশার মাছরাঙা  বসে থাকতো  ।  এমনকি লাল চোখো রাগী কোকিল কতবার পাতার ফাঁক থেকে বেরিয়ে এসেছে । গা ঘষটে ঘষটে শামুকের দল বারান্দায় উঠে পড়ত । অবিশ্যি ইকো ফ্রেন্ডলি লাইফের খেসারৎ ও  ছিল ভালোই  ।  দেওয়াল আলমারিতে উই লেগে সবকিছু নষ্ট হয়ে যেত ।

এই  প্রকৃতি ,মহাবিশ্ব মহাকাশ আর আমি একা  মানুষ এই দুই এর  মধ্যে যে নিবিড় অচ্ছেদ্য একাত্মতা   সেটা ভেঙে গেলেই যত উৎপাত আর গন্ডগোলের শুরু । মানসিক শারীরিক সবকিছুর ।  আমাদের পরম শ্রদ্ধেয় বিজ্ঞানী সজল বন্দ্যোপাধ্যায়ের জাইরোসোনিক্সের   ( Gyrosonics)  গবেষণার বিষয় তাই । সজল দা বলেন মাটির কাছাকাছি থাকবি, ঘাসে ,রোদে জলে মিশে । সজলদা চিনিয়ে দেন ,দেখ সব জায়গায় কেমন একই প্যাটার্ন , গাছের পাতায় শিরা উপশিরার জালি , আকাশ চেরা বিদ্যুৎ, তোর হাতের রক্ত বয়ে নিয়ে যাওয়া নালী গুলো সব এক প্যাটার্নের । ছক একটাই । ফ্র্যাক্টাল ।   চালাকি করে ডিজাইন ভেঙেছিস কি মরেছিস ।  সজল দা কে বলি ,জানেন কাঠগোলাপ গাছটায় বসার একটা সুন্দর ব্যাবস্থা বের করেছি । নাম দেওয়া যেতে পারে Frangipani couch  । বেশ আরামেই বসা যায় । আমি সকালে ওখানে বসেই চা খাই , খবরের কাগজও পড়ি । দু একটা কাঠ পিঁপড়ে আসে না যে তা নয় ,একটু টোকা মেরে ফেলে দিলেই হয় । একদিন  ঝিরঝিরে বৃষ্টি  এসে গেল । ঘন পাতার জন্য গায়ে জল  পড়ছিল না । ওমা , কোত্থেকে একটা বড় পাখি (নাম জানিনা) বৃষ্টি থেকে বাঁচতে গাছটার পাতার নিচে এসে বসলো । আমি ও বসে আছি , পাখিও বসে আছে । আমাদের দুজনকেই গাছ জড়িয়ে আছে নিবিড় ভালবাসায় ।
সজলদা শুনে বলেন গাছ থেকে এনার্জি নিয়ে নিবি ,  ওর থেকে  শক্তিশালী  পজিটিভ  এনার্জি  বের  হয় । চুপ করে বসে থাকবি ওর নিচে ।
যত্ন করে প্রাণায়াম তো আর করা হয় না ,ওই একদিন বসে দম নিচ্ছি ,ছাড়ছি । একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ,একটা ছন্দে বলা যেতে পারে । একটা মৌটুসি পাখি তার রিনরিনে সুরেলা গলায় ওই একই মাত্রায় ডেকে যাচ্ছে ,আমার নিঃশ্বাস প্রশ্বাস আর তার ডাক তালে তালে কেমন জড়িয়ে মিশিয়ে যাচ্ছে !


Frangipani couch    সল্ট লেকের বাড়িতে


আজকাল লোকে দেদার পয়সা খরচ করে ইকো ফ্রেন্ডলি ট্যুর করে । দুই কিস্তিতে সাত বছর ভুবনেশ্বর বাস আমার সে শখ মিটিয়ে দিয়েছে । আমি দুটো বাড়িতে থেকেছি  এক নম্বর আর এগারো নম্বর ।  এলাকা টার নামও একেবারে মানানসই , ফরেস্ট পার্ক ।
এক নম্বর বাড়িতে বারান্দাটা দেখা যেত না । ছাদ থেকে লতানো পাতা দিয়ে পাতার ঠাসবুনুনি পর্দা করা ছিল মাটি পর্যন্ত । আমি তো আর টারজান নই । সেই পর্দা উপড়ে ফেলতেই হল । সাবাড় করে দিতে হল পাতা পচানো সারের দুটি ঢিবি । তার দুর্গন্ধে টেকা দায় । বাগানের চৌবাচ্চায় এই বড়বড় কচ্ছপের সাইজের ব্যাং থাকত । আর তাদের কী ডাক । পিলে চমকানো । আর সারা বাড়ি জুড়ে তিড়িং বিড়িং লাফাতো নানান সাইজের ব্যাং । সাপের কথা আর আলাদা করে কি লিখব ।
গাছপালার বাড়বাড়ন্তের সীমা তো ছিলই না । এই কাটছি এই গজাচ্ছে  । এক সময় হাল ছেড়ে দিয়েছিলাম ।  নাম না জানা পোকা বোঁ করে ঘুরপাক খেয়ে কামড়ে দিয়ে চলে যেত । সেই ভয়ঙ্কর মুখ নিয়ে অফিস ও করতে হয়েছে । বোলতার কামড় তো খেতে হয়েইছে । চান টান করে বেশ তোয়ালে দিয়ে গা হাত পা মুছলেন , কিন্তু সারা শরীর চুলকে একসা ! তোয়ালের গায়ে তো শুঁয়ো পোকা লেগেছিল । তাকে তো খেয়াল করাই হয় নি । এসব তো আমাদের হামেশাই হত ।  ইকো ফ্রেন্ডলি লাইফে আরেকটা দরকারি বিষয় হল সেন্স অফ টাইমিং । সেটা কী রকম ? যেমন পিঁপড়ের সারি যেই মাটি তুলতে শুরু করবে বুঝে নিতে হবে মেঘ ডাকল বলে । কাজেই হাতের কাছে সব গুছিয়ে নিতে হবে কারণ গাছের দুলুনিতে ঘষা খেয়ে এক্ষুনি ইলেক্ট্রিকের তার ছিঁড়ে কারেন্ট চলে যাবে । ইনভারটার আবার ইকো ফ্রেন্ডলি বাড়িতে থাকে নাকি ?
বৃষ্টি শেষ হলেই ফড়ফড় করে উড়তে শুরু করবে উই পোকার দল । যদি দরজা জানালা খোলা পায় তবে আর রক্ষে নেই । রেড্ডি আগেরদিন নুনের বদলে   চিনি দিয়ে চিকেন রান্না করেছিল বলে আমি রেগে মেগে নিজেই রান্না ঘরে ঢুকলাম । খেয়ালও করিনি যে গোধূলির আকাশ পতঙ্গে পতঙ্গে ছয়লাপ । তারপর যা হবার তাই হল । চিকেন আর উইপোকার একটা নতুন রেসিপি ।
সেদিন অফিস থেকে  ফিরে দেখি বাড়ির চারদিকে প্রচুর লোকের জটলা । এ তল্লাটে  যে এতো লোক আছে  তাই জানতাম না । তারা সব্বাই পর দিকে গাছগুলোর মাথার দিকে তাকিয়ে খুব উত্তেজিত ভাবে  খুব চিল্লামিল্লি করছে ।
“ওই যে ওখানে । না না ওই তো সেই দিকে” এপটে  ওপটে  পিছপটে । তার মধ্যে আমাদের মিত্তুন আর রেড্ডি লাঠি সোটা নিয়ে দৌড়া দৌড়ি করছে । সে এক মহা যুদ্ধের প্রস্তুতি । আমার গলা শোনা তো দূরের কথা । আমাকে কেউ দেখতেই পাচ্ছে না । কোনরকমে ওদের থামিয়ে জিগ্যেস করি , ব্যাপারটা কি ? কি  হয়েছে বলবি তো?
ঘেমে নেয়ে হাঁপাতে হাঁপাতে চোখ গোলগোল করে রেড্ডি বলল “শ  রি  য়া  প তি নি”।
সেটা কি  ? ভূতপেত্নী না কোন অপদেবতা? অনুমান করলাম শরিয়াপতিনি বলে কিছু একটা এ ডালে সে ডালে লাফিয়ে বেড়াচ্ছে । সবাই তারই পেছনে পেছনে ছুটছে । তবে  রেড্ডি যেভাবে  কথাটা বলল তাতে মনে একটু খটকা লাগছিল । একটু চিন্তাও হচ্ছিল ।  কাছেই চন্দকা ফরেস্ট । কি জানি কী এসে পড়ল আবার? তবুও   এ ভাবে কাঁহাতক আর দাঁড়িয়ে থাকা যায় ? ঘরে ঢুকতে যাব ,সমস্বরে চিৎকার “পশি গলা ,পশি গলা ,পশি গলা  ”।
আবার কি  হল ? জানা গেল সেই শরিয়াপতিনি লাফ দিয়ে রান্নাঘরের চিমনির মধ্যে ঢুকে পড়েছে । চিমনি দিয়ে যে রান্নাঘরে সেঁধিয়ে যাবে সে উপায় নেই কারণ সে রাস্তা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে  ।  ধোঁয়া বের হবার চিমনি ,আজকাল তার ব্যাবহার নেই । তার মানে শরিয়াপতিনি এখন অন্ধকূপে নাকানি চোবানি খাচ্ছে । দেখলাম মিত্তুন  আর রেড্ডি  লাফ মেরে  কার্নিশ বেয়ে  একেবারে বাড়ির ছাদে । নিচে দাঁড়িয়ে থাকা  আগ্রহী জনতার একদল স্রেফ মজা দেখছে , আরেক দল ওই দু জনকে নানান উপদেশ দিয়ে যাচ্ছে । জল ঢাল , না না আগুন দিয়ে ভয় দেখাও , নানা অন্য কিছু কর , দাঁড়াও, ভেবে বলছি  । রেড্ডি এরই মধ্যে বাঁশের মাথায় কাপড়ের পুঁটলি বেঁধে আগুন জ্বালাবার জন্য তৈরি । চারদিকে হুলুস্থূল ,চেঁচা মেচি আর চিমনির ভেতরে সেই শরিয়াপতিনির লম্ফঝম্প ।
 এদিকে বসার ঘরে টেলিফোন ঝন ঝন করে বেজেই যাচ্ছে । উফ এসময় আবার কে ফোন করে? ফোন টা তুলতেই হল ।
ওপাশ থেকে কেউ বলে চলেছে “ আপনার বাড়িতে একটা  শরিয়াপতিনি আটকে পড়েছে ? “
“হ্যাঁ পড়েছে ,তা আমি কি করতে পারি বলুন?” আমি ঝাঁঝিয়ে উঠি ।  
“ওড়িশা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুসারে শরিয়াপতিনি এনডেঞ্জারড স্পেসিস ।  সুতরাং প্রাণী টির যদি কোন ক্ষতি হয় বুঝতেই পারছেন  আপনার কী  হতে পারে?”
“মানে? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন ? আমার বাড়িতে ঢুকে গেলে আমি কী করতে পারি ?” 
কে ফোন করছে, কোত্থেকে  করছে , কিভাবে খবর পেল ?  কিছু না জিজ্ঞেস করে আমি  অসম্ভব রেগে যেতে থাকি । এমনিতেই মাথা গরম হয়েই  ছিল ।
“আমি অত কিছু জানতে চাই না । শুধু জানাচ্ছি আইন অনুযায়ী ব্যাবস্থা নিতে বাধ্য হব যদি শরিয়াপতিনির কিছু হয়...”
মিনিট কয়েক ধরে  আমাদের চাপান উতোর চলতেই  থাকে ।
 হঠাত্  লোকটির গলা ছাপিয়ে তখন আরেকটা চিল চিৎকার , এবার হিন্দিতে , “নিকাল গয়া, নিকাল গয়া , 
নিকাল গয়া ”।

শরিয়াপতিনি একটা ওয়াইল্ড ক্যাট ,জংলি বিল্লি বা লেপার্ড ক্যাট ( Prionailurus Bengalensis)  !


No comments:

Post a Comment